বাঘাইছড়িতে উপজেলা ও পৌর তাতীদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা ও পৌর তাতীদলের নবগঠিত কমিটির উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা ৮টায় বাঘাইছড়ি রেস্টহাউজ থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ে শেষ হয়।
এসময় পৌর তাঁতিদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান (সবুজ) এর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন উপজেলা তাঁতিদলের সভাপতি রনল বিকাশ চাকমা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর তাঁতিদলের সভাপতি মোঃ খিজির আহাম্মদ, উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর, উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সবুজ, পৌর সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার বিন নাছির (রিয়াজ) সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দলের নেতৃত্বে নবগঠিত কমিটির কর্মীরা প্রাণবন্ত ভূমিকা রাখবে। তারা দলকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এছাড়া জাতীয়তাবাদী তাতীদলকে বাঘাইছড়ির তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার আহ্বান জানান নেতারা।
আলোচনা সভায় উপজেলা ও পৌর তাতীদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।