এবার বিমানযাত্রীসহ ওমরাহ পালনে ইচ্ছুকদের বড় ধরনের সুখবর দিলো সৌদি আরব

সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদিয়া আন্তর্জাতিক রুটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে। এর মধ্যে রাউন্ড-ট্রিপ এবং ট্রানজিট ফ্লাইটও রয়েছে। এই অফারটি বিজনেস এবং গেস্ট ক্লাস ফেয়ারেও প্রযোজ্য। যাত্রীরা সৌদিয়ার ডিজিটাল চ্যানেলগুলো, যেমন অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং বিক্রয় অফিসগুলোর মাধ্যমে বুকিং করতে পারবেন।
অফারটি রোববার (১৭ আগস্ট) থেকে ৩১ আগস্ট পর্যন্ত বুকিং করা ফ্লাইটের জন্য প্রযোজ্য এবং যাত্রা ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে হতে হবে। খবর খালিজ টাইমসের। যাত্রীদের মধ্যে যারা ট্রানজিট ফ্লাইট বুক করবেন, তারা সৌদি আরবের ডিজিটাল স্টপওভার ভিসা সুবিধাও নিতে পারবেন, যা তাদের টিকিটের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হবে।
এই ভিসার মাধ্যমে অতিথিরা সৌদি আরবে ৯৬ ঘণ্টা পর্যন্ত অবস্থান করতে পারবেন, যা তাদের ওমরাহ পালন এবং সৌদি আরবের বিভিন্ন স্থান ঘুরে দেখার সুযোগ দেবে। সৌদিয়া বর্তমানে চারটি মহাদেশে ১০০টিরও বেশি গন্তব্যে যাত্রী পরিবহন সেবা দিচ্ছে। এর জন্য তাদের বহরে ১৪৯টি উড়োজাহাজ রয়েছে, যা সংস্থাটির বিস্তৃত নেটওয়ার্কের প্রমাণ।