সোহাগের পরিবারকে বিএনপি ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনির আর্থিক সহায়তা প্রদান

সোহাগের পরিবারকে বিএনপি ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনির আর্থিক সহায়তা প্রদান

বরগুনা প্রতিনিধি: পুরান ঢাকার ব্যবসায়ী এবং বরগুনার পাথরঘাটা উপজেলার কৃতি সন্তান লালচাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পাথর দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মনি।

রবিবার (১৩ জুলাই) বিকেলে তিনি সরেজমিনে নিহত সোহাগের পরিবারের পাশে দাঁড়াতে যান এবং পাথরঘাটা উপজেলার কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় অংশ নেন।

জনসভায় সোহাগের স্ত্রী লাকি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামীকে দিনের আলোয় নির্মমভাবে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। আমার সন্তানদের ভবিষ্যতের দিকে তাকিয়ে বলছি—কেউ যেন আর এমন নিষ্ঠুর কাজ করতে না পারে।”

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম মনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি এসেছি এই শোকাহত পরিবারের পাশে থাকতে। সোহাগ শুধু আমাদের দলের একজন কর্মীই ছিলেন না, তিনি ছিলেন এক সংগ্রামী ও সাহসী তরুণ। তাঁর এই নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

তিনি আরও বলেন, “এই হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করে কোনো লাভ হবে না। আমরা দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক—এটাই আমাদের প্রত্যাশা।”

এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকার বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। জনসভা পরিণত হয় এক শোকাবহ পরিবেশে।