বেতাগীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু ও গৃহবধূ গুরুতর আহত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলায় হোসনাবাদ ইউনিয়নের ছোপখালী এলাকায় সোমবার দুপুরে আকস্মিক বজ্রপাতে ফোরকান মৃধা (৫৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং গৃহবধূ তাসলিমা বেগম(৩৫) গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন,' সোমবার দুপুরে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর ঝোপখালী এলাকায় মতিউর রহমানের ছেলে ফোরকান মৃধা কৃষি জমিতে কাজ করতে ছিলো। আকস্মিক বজ্রপাতে তিনি নিহত হয়েছেন এবং তাসলিমা বেগম গুরুতর আহত হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে কৃষি ফসলের মাঠে ফোরকান মৃধা কাজ করতে ছিল। আকস্মিক বজ্রপাতে ফোরকান মৃধা জ্ঞান হারায়। এসময় ফোরকান এবং তাসলিমা বেগমকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফোরকান মৃধা মৃত বলে ঘোষণা করেন এবং আব্দুর রবের স্ত্রী তাসলিমা বেগমকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।