নির্বাচন জনগণের দাবিতে পরিণত হয়েছে: জুয়েল

বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, নির্বাচন নির্বাচনের জায়গায় স্থির থাকবে আর সংস্কার চলমান থাকবে। প্রয়োজনীয় সংস্কার দ্রুতই করা সম্ভব। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে মনোহরদী বাসস্ট্যান্ডে উপজেলা ও পৌরসভা বিএনপির অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেন, আমরা বিগত ৮ মাসে দৃশ্যমান কোনো কিছু দেখতে পাইনি। নির্বাচন মাঠ প্রস্তুত রয়েছে, নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে, রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছেছে। নির্বাচন এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে।
মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া মামুন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি মাহমুদুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি একে এম বাছেদ মোল্লা ভূট্টো, সাবেক যুগ্ম আহবায়ক সেন্টু ভূইয়াসহ প্রমুখ। পরে উপজেলা বিএনপির উদ্যোগে নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক মনজুর এলাহীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়।