ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখায় তুমুল গোলাগুলি

ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখায় তুমুল গোলাগুলি

টানা চতুর্থ দিনের মতো নিয়ন্ত্রণরেখায় ভারত ও পাকিস্তানের মাঝে হয়েছে তুমুল গোলাগুলি। সোমবার (২৮ এপ্রিল) সংবাদমাধ্যম প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 এদিকে, পাকিস্তান গোলাগুলি শুরু করেছে বলে অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর। আবার পুঞ্চ সেক্টরে পাকিস্তান প্রথমবারের মতো যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তাদের। অন্যদিকে ভারতের আগ্রাসী আচরণের কারণে ফ্লাইটের নিষেধাজ্ঞার পর এবার শিমলা চুক্তি বাতিলের চিন্তা করছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে উভয়পক্ষকে দায়িত্বশীল সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

 আরবিদ আফসারের রিপোর্ট। জম্মু কাশ্মীরের পেহেলগাম ইস্যুকে ঘিরে দুই পরাশক্তি, ভারত ও পাকিস্তানের মাঝে উকি দিচ্ছে যুদ্ধ সম্ভাবনার। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের চরম টানাপোড়নের মাঝেই টানা চতুর্থ দিনের মতো নিয়ন্ত্রণরেখায় হয় দুই পক্ষের গোলাগুলি হয়। এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী অভিযোগ করে কুপাওয়ারা ও পুঞ্চ জেলায় বিপরীতে লাইন অব কোন্ট্রোলে পাকিস্তান আগে গুলি ছোড়া শুরু করে। এতে দ্রুত এবং কার্যকরভাবে ভারতীয় সেনাবাহিনী জবাব দিয়েছে বলে জানিয়েছে তারা। একইসঙ্গে পুঞ্চ সেক্টরে পাকিস্তান প্রথমবারের মতো যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তাদের।

এদিকে শুরু থেকেই পেহেলগামের হামলায় হাত নেই বলে দাবি করে আসছে পাকিস্তান। রোববার জিও নিউসের সঙ্গে এক সাক্ষাতকারে দেশটির প্রধানমন্ত্রী খাজা আসিফ বলেন, সিন্ধু নদী চুক্তি লঙ্ঘন করলে ভারতের আরও ক্ষতি হবে। কোনো তদন্ত ছাড়াই রাজনৈতিক ফায়দার জন্য নয়াদিল্লি জলযুদ্ধ শুরু করতে ইচ্ছুক বলে দাবি করেন তিনি। ভারতের আগ্রাসী আচরণের কারণে ফ্লাইটের নিষেধাজ্ঞার পর এবার শিমলা চুক্তি বাতিলের চিন্তা করছে পাকিস্তান। এসবের মাঝেই রোববার চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। নিরপেক্ষে ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছে বেইজিং। একইসঙ্গে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তারা।

 এদিকে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। উভয়পক্ষকে দায়িত্বশীল সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। রোববার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, এটি একটি ক্রমবর্ধমান পরিস্থিতি এবং ওয়াশিংটন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভারত ও পাকিস্তানের সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে তারা। সেইসঙ্গে আলোচনা ও শান্তিপূর্ণ সমাধানের দ্বারা ইস্যুটি নিরসনে ডাক দিয়েছে যুক্তরাজ্য। অপরদিকে পেহেলগামে হামলার ঘটনায় জড়িত সন্দেহে তিন জনের স্কেচ প্রকাশ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আনানতনাগ পুলিশ জানায়, হামালার তিন হলেন- হাশিম মুসা, আলি ভাই ও আদিল হুসাইন ঠোকের। যাদের মধ্যে দুজন পাকিস্তানি ও আদিল আনানতনাগ জেলার স্থানীয়। তাদের বিষয়ে সঠিক তথ্য দিলে ২০ লাখ রুপি পুরষ্কারের ঘোষণা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।