বেতাগীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বেতাগীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: কেক কাটা, শোভাযাত্র ও বৃক্ষরোপণসহ বিভন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরগুনার বেতাগী উপজেলায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

আজ বুধবার বিকেল ৩ টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দিবসটি উপলক্ষে বেতাগী পৌর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে পথসভা করেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো: নেছার উদ্দিন খান।

এছাড়া পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মাহবুবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকদলের সম্ভাব্য সভাপতি প্রাথী আরিফুর রহমান খান, স্বেচ্ছাসেবকনেতা রাসেল, স্বপনসহ 

স্বেচ্ছাসেবকদলের অসংখ্য নেতাকর্মী।

উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো: নেছার উদ্দিন খান বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতারা দলের লক্ষ্য, কার্যক্রম এবং সামাজিক দায়িত্ব সম্পর্কে বক্তব্য প্রদান করেন এবং সংগঠনের ঐতিহ্য ও দলীয় বন্ধুত্ব জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।