এবার ছাত্রদল নেতাকে কুপিয়ে আহত করলো  সমন্বয়ক পরিচয়দানকারীরা

এবার ছাত্রদল নেতাকে কুপিয়ে আহত করলো  সমন্বয়ক পরিচয়দানকারীরা


আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলী সরকারী কলেজের  ছাত্রদলের সহসভাপতি মো. গোলাম রাব্বানী(২০)কে কুপিয়ে আহত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলণের সমন্বয়ক পরিচয়দানকারী   ইজামামুল হক আবিদ ও ছাত্রলীগ পন্থি সন্ত্রাসীরা।
 আহত ছাত্রদল নেতা গোলাম রাব্বানী জানান,  বুধবার কলেজ ক্যাস্পাসে ¯œাতক শ্রেনীর ভর্তির  কাগজ পত্র জমা দিতে যায় সে কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সজল মৃধা  । সে সময়  সমন্বয়ক পরিচয়দানকারী আবিদ ও তার সাঙ্গপাঙ্গদের সাথে  ছাত্র রাজনীতির বিষয় তর্কবিতর্ক হয় ।  এই তর্ক বিতর্কের সূত্র ধরে বুধবার বিকালে ছাত্রদলনেতা গোলাম রাব্বানী আমতলী বন্দরের  একে স্কুল সলগ্ন এলাকায় গেলে সমন্বয়ক পরিচয় দানকারী ইনজামামুল হক আবিদ, ইমরান ফারুকসহ তাদের সাঙ্গপাঙ্গরা  গোলাম রাব্বানীকে একা পেয়ে দেশীয় অ¯্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে চলে যায়। স্থানীয় কিছু লোক রাব্বানীকে রক্তাক্ত অবস্থায়  উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জরুরী বিভাগে নিয়ে যায় । 

 আহত রাব্বানীর(২০)এর  শারিরিক অবস্থা গুরুতর হওয়ায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। 
এবিষয় অভিযুক্ত ইনজামামুল হক আবিদের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 

 আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান মুঠোফোনে বলেন এবিষয় এখোনো কোন অভিযোগ পাই নাই । অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।