এবার স্বামীর সাথে সইতে না পেরে যা করলো স্ত্রী

স্বামীর টিকটক ভিডিও বানানো নিয়ে ঝগড়ার জের ধরে ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শামীমা আক্তার সুরভী নামে এক প্রধান শিক্ষিকা আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে আলগী ইউনিয়নের শাসরাকান্দি গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর মৃতের স্বামী গা-ঢাকা দিয়েছেন।
মৃত শামীমা আক্তার সুরভী (৪০) ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাসরাকান্দি গ্রামের পোস্ট অফিসে কর্মরত আশরাফ মুন্সির স্ত্রী। তিনি শাসরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
এলাকাবাসী জানান, গত তিন দিন আগে স্বামী আশরাফের টিকটক ভিডিও বানানো নিয়ে ঝগড়া হয় স্ত্রী শামীমা আক্তারের। এর আগেও টিকটক ভিডিও বানানোসহ বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিকভাবে সংসারে ঝগড়া চলে আসছিল। এ ঘটনা নিয়ে শিক্ষিকা শামীমা আক্তার গত দুই দিন ধরে খাওয়া-দাওয়া বন্ধ করে দেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শাসরাকান্দি রেললাইনের উপর ঢাকা থেকে বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের নিচে ঝাঁপ দেন শামীমা। ট্রেন যাওয়ার কিছুক্ষণ পরে এলাকাবাসী রেললাইনে শামীমার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ শিক্ষিকার মরদেহ উদ্ধার করে।
ভাঙ্গা বামনকান্দা রেলওয়ে থানার এএসআই শওকত হোসেন গণমাধ্যমকে জানান, রূপসী বাংলা নামের ট্রেনে কাটা পড়ে শামীমা আক্তার নামের এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। আমরা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। আইনগত প্রক্রিয়া শেষ করেছি। কোনো অভিযোগ না থাকায় আমরা মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছি।