বরগুনায় ডেঙ্গু ও করোনা সচেতনতামূলক প্রচারনা

বরগুনায় ডেঙ্গু ও করোনা সচেতনতামূলক প্রচারনা

কাশেম হাওলাদার, বরগুনা: বরগুনায় ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন (সেইফ) এর উদ্যোগে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারাভিযান এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১১ জুলাই) জেলা তথ্য অফিস প্রচারণাটি বরগুনা পৌর নাথপট্টি লেক, বরগুনা বাজার ও সার্কিট হাউজ ময়দানে পরিচালিত হয়। এতে একদল তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন এবং লিফলেট বিতরণ করেন।

সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন-সেইফের সভাপতি এহসান আহমাদ নোমান বলেন, আপনারা জানেন বরগুনা ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে, অন্যদিকে করোনা উঁকি দিচ্ছে। তাই আমরা বরগুনার মানুষকে সচেতন করতে এ উদ্যোগ হাতে নিয়েছি। একমাত্র সচেতনতাই আমাদেরকে এই মহামারীর হাত থেকে রক্ষা করতে পারে।

জেলা তথ্য অফিসার, বরগুনা সেলিম মাহমুদ বলেন, ইউনিসেফের সহযোগিতায় বরগুনার সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে আমরা ডেঙ্গু ও করোনা সচেতনতামূলক ক্যাম্পেইন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সাইকেল র‍্যালিসহ নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের স্ব-স্ব স্থান থেকে সচেতন হতে হবে, তাহলেই আমরা ডেঙ্গু ও করোনা মুক্ত বরগুনা গড়ে তুলতে পারবো।