সইতে না পেরে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী

নোয়াখালীর সদর উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ভুক্তভোগী স্বামীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত আবুল কালাম ওই গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জমি রেজিস্ট্রি না দেওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরদিন সকালে ঘুমন্ত অবস্থায় আবুল কালামের বিশেষ অঙ্গ ব্লেড দিয়ে কেটে পালিয়ে যান সুমি আক্তার। ঘটনার পর বাড়ির লোকজন আহত আবুল কালামকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে ঢাকায় পাঠান চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর অভিযোগ শুনেছে পুলিশ। আমরা চিকিৎসা নেয়ার জন্য ঢাকায় যেতে বলেছি। অভিযুক্ত স্ত্রী পালিয়ে গেছে। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।