এবার মসজিদের ভেতরে খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, বেরিয়ে এলো কারন

চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা আ.ন.ম. নূর রহমান মাদানির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজ আদায়ের পর এই ঘটনা ঘটে। পরে মসজিদ প্রাঙ্গণ থেকে হামলাকারী মো. বিল্লাল হোসেনকে (৫০) আটক করেছে পুলিশ।
বিল্লাল বলেন, ‘রমজানের আগেরদিন ইমাম সাহেব বলেছেন- মিলাত কুরআন শরীফে নেই। পরে আমি কুরআন শরীফ পড়তে গিয়ে মিলাদ সেখানে পাই। এ নিয়ে ইমাম আমাকে বলেছিলো অফিসারের কাছে দরখাস্ত না করে পিওনের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে? অফিসার হচ্ছে আল্লাহ, আর পিওন হচ্ছে নবী। আমার নবীজীকে পিওন বলছে- এটা আমি মানতে পারিনি। পরে তাকে ছুরিকাঘাত করি।’
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, হামলার ঘটনায় আসামি বিল্লালকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। মসজিদ কমিটির পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।