বরিশালে ডিবির অভিযানে ইয়াবা-গাঁজা সহ ৪ জন মাদক কারবারি আটক

বরিশালে ডিবির অভিযানে ইয়াবা-গাঁজা সহ ৪ জন মাদক কারবারি আটক

মোঃ রবিউল ইসলাম রাব্বি: বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (বিএমপি-ডিবি) ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, জাল নোট, একটি মোটরসাইকেল এবং মোবাইল ফোন উদ্ধারসহ চারজন মাদককারবারিকে আটক করা হয়েছে। পৃথক দুটি অভিযানে মোট ২,৬৫০ পিস ইয়াবা, ৬০ গ্রাম গাঁজা, ৩ হাজার টাকার জাল নোট, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রথম অভিযান:

স্থান: বিসিসি ২৪ নম্বর ওয়ার্ড, রুপাতলী হাউজিং, ২১ নম্বর রোড

গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল জনৈক জসিম উদ্দিনের ছয়তলা ভবনের ৫ম তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। এ অভিযানে ৪৫০ পিস ইয়াবা, ৬০ গ্রাম গাঁজা এবং ৩ হাজার টাকার জাল নোট উদ্ধারসহ ৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন:মোঃ ফারুক হাওলাদার (৩০)
পিতা: আবুল কালাম হাওলাদার, মাতা: তাছলিমা বেগম
স্থায়ী: দক্ষিণ কড়াপুর, থানা: এয়ারপোর্ট, বরিশাল।

মোঃ শাকিল খান সেন্টু (৪৫)
পিতা: সিরাজুল হক, মাতা: আম্বিয়া বেগম
স্থায়ী: পশ্চিম ঝালকাঠি, জেলা: ঝালকাঠি;
বর্তমান: রুপাতলী হাউজিং, বরিশাল।

মোসাঃ মারুফা আক্তার (১৮) পিতা: মোঃ মজিবর রহমান, মাতা: মোসাঃ ফিরোজা বেগম
স্থায়ী: হরিনাফুলিয়া, থানা: এয়ারপোর্ট, বরিশাল।

অভিযানে অংশ নেন: এসআই মোঃ মেহেদী হাসান, এএসআই মহসিন সবুজ, এএসআই কবির হোসেন, কং/৩৭৬ মোঃ রুহুল আমিন, কং/৫৩৮ মোঃ সাইফুল ইসলাম, কং/৬০৬ আকিদুর রহমান, কং/৮৬৩ মোঃ সোহেল রানা, কং/১১২০ মোজাম্মেল হক ও নারী কং/৯৪১ সোনিয়া রানী দে।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

দ্বিতীয় অভিযান: ১৪ জুলাই ২০২৫, রাত ৩:৩০ মিনিট
স্থান: বিসিসি ২৬ নম্বর ওয়ার্ড, কালিজিরা ব্রিজ সংলগ্ন বরিশাল-খুলনা মহাসড়ক

পরবর্তী দিন, গভীর রাতে ডিবির আরেকটি আভিযানিক দল কালিজিরা ব্রিজের পূর্ব পাড়ে ঘোষ বন্ধু গৌরনদী মিষ্টান্ন ভান্ডার নামক বন্ধ দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। অভিযানে একজন মাদক কারবারিকে আটক করা হয়। তার হেফাজত হতে উদ্ধার করা হয় ২,২০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি চাবিসহ মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন।

আটক ব্যক্তি: মোঃ বিল্লাল হোসেন (৩৫)
পিতা: মোঃ রুহুল আমিন গাজী, মাতা: জামেলা বেগম
স্থায়ী: গোঁদাড়া, থানা: আশাশুনি, জেলা: সাতক্ষীরা।
বর্তমান: নূরেরচালা, ৩০০ ফিট, পূর্বাচল, ভাটারা, ঢাকা।

অভিযানে অংশ নেন: এসআই (নিঃ) মোঃ জাহিদ হাসান, এএসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান, এএসআই (নিঃ) দিদারুল ইসলাম, কং/৭১৮ কে এম রফিকুল ইসলাম, কং/৫৪৩ মোঃ মেহেদী হাসান খান, কং/৪১৪ মোঃ ইমাম হোসেন, কং/৪৪৩ মোঃ জুলফিকার হোসেন, কং/৫৭০ মোঃ শফিকুল ইসলাম।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।