খান ইউনিসে ইসরায়েলি সেনাদের আশ্রয় নেয়া বাড়ি উড়িয়ে দিলো প্রতিরোধ যোদ্ধারা

খান ইউনিসে ইসরায়েলি সেনাদের আশ্রয় নেয়া বাড়ি উড়িয়ে দিলো প্রতিরোধ যোদ্ধারা

ফিলিস্তিনের গাজা উপত্যকার পূর্ব খান ইউনিসে ইসরায়েলি সেনাদের আশ্রয় নেয়া একটি বাড়ি উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের যোদ্ধারা। মঙ্গলবার (০১ জুলাই) গোষ্ঠীটির সশস্ত্র শাখা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। টেলিগ্রামে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব খান ইউনিসের বাড়িটিতে আগে থেকেই বোমা লাগানো ছিল।

গোষ্ঠীটি জানিয়েছে, হামলার পর হেলিকপ্টার নিয়ে সেনাদের সহযোগিতা করতে আসে দখলদার বাহিনীর অপর একটি দল।

 তবে তাদের হস্তক্ষেপের আগেই যোদ্ধারা মেশিনগান এবং রকেট-চালিত গ্রেনেড ব্যবহার করে ঘটনাস্থলে আসা ইসরায়েলি উদ্ধারকারী দলগুলোকেও লক্ষ্যবস্তু করে। আরও পড়ুনঃ ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে ট্রাম্পের ১২ পোস্টে যা লেখা এই ঘটনার সময় বা হতাহতের বিষয়ে কিছু উল্লেখ করেনি ফিলিস্তিনি ইসলামিক জিহাদ। পাশাপাশি ইসরায়েলের তরফেও হামলার বিষয়ে কিছু জানানো হয়নি।