সেই তুষার লক্ষ্মীপুর জামায়াতের কেউ নয়’

লক্ষ্মীপুরে আলোচিত মেহেদী হাসান তুষার জামায়াতের কেউ নয় বলে জানিয়েছে দলটি। রোববার (২৯ জুন) রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন জামায়াতের লক্ষ্মীপুর শহর শাখার সেক্রেটারি হারুনুর রশিদ।
এর আগে “জামায়াত কর্মীর বিরুদ্ধে মামলা বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগ” শিরোনামে আমার দেশ অনলাইনে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি মুহূর্তে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তুষার জামায়াতের কেউ নয় বলে জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘কিছু দিন থেকে সামাজিক মিডিয়াসহ লক্ষ্মীপুরের বিভিন্ন মিডিয়ায় জনৈক তুষারের একটি মামলার কপি এবং জামায়াত কর্মীদের সিন্ডিকেট চাঁদাবাজি চলছে মর্মে সংবাদ ফেসবুকে ভাসছে উল্লেখ করা হয়, যা আমাদের দৃষ্টিতে আসে।
তাছাড়া কিছু কিছু পত্রিকায় “লক্ষ্মীপুরে জামায়াত কর্মীর বিরুদ্ধে মামলা বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগ” শীর্ষক সংবাদ প্রকাশিত হয়েছে মর্মে আমরা জানতে পেরেছি।’ আরও পড়ুনঃ বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো? প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “আমরা স্পষ্ট ভাষায় বলছি উক্ত মেহেদী হাসান তুষার, পিতা- বাহার ভেন্ডার, সাং – বাঞ্চানগর, জামায়াতের কোনো ইউনিট বা উপশাখার কর্মী নয়। তাহার সহিত বা তাহার চাঁদাবাজি সিন্ডিকেটের বিষয়ে জামায়াতের কোনো সম্পর্ক নাই