শ্বশুরবাড়িতে অবৈধভাবে চাল মজুত, ধরা খেলেন জামাই

শ্বশুরবাড়িতে অবৈধভাবে চাল মজুত, ধরা খেলেন জামাই নওগাঁর বদলগাছীতে শ্বশুরবাড়ির একটি ঘরে অবৈধভাবে মজুত রাখা ৫০০ বস্তা আতপ চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
চালের মালিক হিসেবে চিহ্নিত হয়েছেন শিবলু নামের এক ব্যক্তি, তিনি স্থানীয়ভাবে কীটনাশক ব্যবসায়ী বলে জানা গেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার নিমতলী গ্রামে সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এই চাল জব্দ করা হয়। জানা যায়, শিবলু নামে ওই যুবক তার শ্বশুর জাহিদুল ইসলামের বাড়িতে প্রায় দুই মাস আগে চালের বস্তাগুলো মজুত করেন।
যেগুলোর সবগুলোই উন্নত জাতের আতপ চাল। চাল মজুতের জন্য যে লাইসেন্স প্রয়োজন, তা ছিল না শিবলুর। আরও পড়ুনঃ বিয়ের কথা বলে বাড়িতে এনে পালিয়েছে শুভ, অনশনে প্রেমিকা ব্রাহ্মণবাড়িয়ায় ৪ হাসপাতালে অভিযান, ভুয়া চিকিৎসকের কারাদণ্ড চট্টগ্রামে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান উপজেলা প্রশাসন জানায়, লাইসেন্স ছাড়াই ওই ব্যক্তি প্রায় দুই মাস ধরে চাল মজুত করে রাখেন।
গোপনে বেশি দামে বিক্রির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে অভিযান চালানো হয়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন বলেন, শ্বশুরবাড়িতে কীটনাশকের আড়ালে চাল মজুত করে বাজারে প্রভাব ফেলার চেষ্টা করা হচ্ছিল। নিয়মবহির্ভূত মজুতের কারণে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তার আগ পর্যন্ত এ চালগুলো স্থানীয় থানা হেফাজতে থাকবে। আরও পড়ুনঃ দীর্ঘ ১১ বছর পর দিগন্ত টিভিতে সাংবাদিকরা, ফিরবে সম্প্রচারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান বলেন, ৫০০ বস্তা চাল উদ্ধার করে সিলগালা করা হয়েছে। থানায় মামলার আইনগত প্রক্রিয়ার প্রস্তুতি চলছে। অভিযানে খাদ্য বিভাগের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।