রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে যায় গৃহবধূর, অতঃপর…

নারায়ণগঞ্জে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মিথিলা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) রাত ১১টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মিথিলা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মদনপুর গ্রামের সাব্বির রহমানের স্ত্রী। নিহতের স্বামী সাব্বির জানান, আজ রাতের দিকে রিকশায় করে তারা দুজন বাসার দিকে ফিরছিলেন। এ সময় সোনারগাঁয়ের বালুর মাঠ এলাকায় অসাবধানতাবশত রিকশার চাকায় মিথিলার ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে অচেতন হয়ে পড়ে।
পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, মিথিলা আর বেঁচে নেই। আরও পড়ুনঃ হঠাৎ যেকারণে বিএনপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা: ড.ইউনুস এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।