৩০০ থেকে ৪০০ তুর্কি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে পাকিস্তান: দাবি ভারতের

৩০০ থেকে ৪০০ তুর্কি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে পাকিস্তান: দাবি ভারতের

ভারতের সামরিক বাহিনীর স্থাপনা লক্ষ্য করে তুরস্কের তৈরি ৩০০ থেকে ৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান। গতকাল বৃহস্পতিবার রাতে প্রায় ৩৬টি শহরজুড়ে এই হামলা চালানো হয়। যার মধ্যে রয়েছে- জম্মু ও কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব, শ্রীনগর থেকে জয়সালমির এবং পাঠানকোট। শুক্রবার (৯ মে) বিকালে এক প্রেস কনফারেন্সে ভারতের কর্নেল সোফিয়া কুরেশি এ তথ্য জানিয়েছে। কর্নেল সোফিয়া কুরিশ বলেন, প্রায় ৫০টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।

 এছাড়া রেডিও ফ্রিকুয়েন্সির মাধ্যমে আরও ২০ ড্রোন অকার্যকর করা হয়েছে পাকিস্তানের ব্যবহৃত এসব ড্রোনের অধিকাংশ ছিল অস্ত্রবিহীন। মূলত ভারতের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা করতেই পাকিস্তানে এমন কাজ করেছে। তবে বেশিরভাগ ড্রোনে ক্যামেরা বসানো ছিল এবং এ গুলোর মধ্যে ভারতীয় অংশের ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সূত্র জানিয়েছে, পাকিস্তান আসিগার্ড সনগার ড্রোন ব্যবহার করেছে।

এসব ড্রোন দিয়ে দিনে ও রাতে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা যায়। এর রেঞ্জ ৫ কিলোমিটার। কর্নেল কুরশি বলেন, নিয়ন্ত্রণ রেখায় প্রতিনিয়ত আর্টিলাটি শেল এবং গুলি চালাচ্ছে পাকিস্তান। এতে এক সেনা এবং ১৬ ভারতীয় নিহত হয়েছে।

তিনি আরও বলেন, এর জবাবে ভারতও পাল্টা হামলা চালিয়েছে। তাদের (পাকিস্তান) শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এছাড়া পাকিস্তানের একটি আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক অকার্যকর করে দেয়া হয়েছে।