এবার শিকলে হাত-পা বেঁধে ভারতীয়দের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র!

এবার  শিকলে হাত-পা বেঁধে ভারতীয়দের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের পর যুক্তরাষ্ট্র থেকে আরও শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ১১৯ অবৈধ অভিবাসীকে নিয়ে দ্বিতীয় বিমানটি ভারতের উত্তরাঞ্চলীয় শহর অমৃতসরে অবতরণ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর সি১৭ গ্লোবমাস্টার থ্রি কার্গো বিমানে করে ১১৯ জন ভারতীয় অভিবাসীকে পাঠানো হয়েছে।

ফেরত আসা এসব অভিবাসীর মধ্যে ১০০ জন উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাব ও হরিয়ানার। তাদের বেশিরভাগই ১৮ থেকে ৩০ বছর বয়সী পুরুষ, তবে চারজন নারী ও দুজন অপ্রাপ্তবয়স্কও ছিল বলে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে।

আজ রবিবার রাতে দেড় শতাধিক অবৈধ অভিবাসীর তৃতীয় বিমান অমৃতসরে অবতরণের কথা রয়েছে বলেও জানানো হয় খবরে। ফেরত আসা অভিবাসীদের অনেকের অভিযোগ, বিমানে থাকা নারী ও শিশুদের হাত বাঁধা ও পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এছাড়া শিখ যুবকদের পাগড়ি ছাড়াই পাঠানো হয়।