আগামী সপ্তাহেই আসছে ছাত্রদের নতুন দল, নেতৃত্বে কে?

আগামী সপ্তাহেই আসছে ছাত্রদের নতুন দল, নেতৃত্বে কে?

ছাত্র জনতার নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক কমিটি বলছে, এজন্য তাকে এই সপ্তাহের মধ্যেই পদত্যাগ করতে হবে। নেতারা জানান, দলের শীর্ষ পর্যায়ে থাকবে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতার একটি অংশ। আগামী সপ্তাহেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এই দল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় হাসিনা সরকারের। গত ১৪ সেপ্টেম্বর, আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এরপর নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। সেই দল গঠনের কাজ শেষ পর্যায়ে। আগামী সপ্তাহেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। শতাধিক নামের প্রস্তাব আসলেও চূড়ান্ত হয়নি এখনও।

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন দেশে রাজনৈতিক দলগুলো কিভাবে গঠিত হয়েছে, সেই সঙ্গে যুদ্ধপরবর্তীতে সংগঠনগুলো কিভাবে কাজ করেছে এই জায়গাগুলো আমরা স্টাডি করার চেষ্টা করছি। আমাদের এখন যে নতুন দল হবে এতে নতুনত্বের আইডিয়া থাকবে।’ দলের নেতৃত্বে আসছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, এটা প্রায় নিশ্চিত। জাতীয় নাগরিক কমিটি বলছে, তিনি দায়িত্ব নিতে চাইলে এ সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে হবে। নেতারা জানান, প্রথমে হবে আহ্বায়ক কমিটি। এরপর কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে কথা বলছি যে নাহিদ ইসলাম, আমাদের আহ্বায়ক। এই পদটিতে তার আসার বিষয়েও কথা চলছে। এখনও শতভাগ নিশ্চিত করা সম্ভব না। নিশ্চিত আপনি তখনই হবেন যেদিন নাহিদ ইসলাম পদত্যাগ করবে।

আমরা মনে করি অল্প দুই একদিনের মধ্যে এই যে কনফার্ম হওয়ার প্রসেসটি, শতভাগ কনফার্ম যে তিনি আসছেন সেটি আমরা বলতে পারব।’ নেতারা জানান, এটি হবে মধ্যপন্থার রাজনৈতিক দল। এটি ব্যক্তিকেন্দ্রিক হওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য যেসব শর্ত লাগে সেটিও এরই মধ্যে পূরণ হয়ে গেছে। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘আমরা তারুণ্যের নেতৃত্বের কথা বলছি এই জন্য যে অন্য যে দলগুলো আছে সেগুলোতে তারুণ্যের নেতৃত্বের জায়গা তুলনামূলকভাবে খুবই কম। আমাদের এখানে তারুণ্যের নেতৃত্বই প্রধান হয়ে উঠবে। কিন্তু এতে করে যারা হয়ত তারুণ্যের বয়স পার হয়ে গেছেন কিন্তু মনের দিক দিয়ে তরুণ আছেন, তাদেরকে আমাদের যে কার্যক্রম তার সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত আছেন।’ এই রাজনৈতিক দলের একটি ছাত্র সহযোগী সংগঠন করা হবে। যাতে থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।