সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন কালক্ষেপন করা যাবে না: ভোলায় পার্থ

দেশে একটা সংস্কার হবে এবং নির্বাচন মূখী সংস্কার হবে যাতে করে দ্রুত নির্বাচন হয়। সংস্কার এমন কিছু করা যাবে না যেটা ভবিষ্যৎ জনগণের নির্বাচনের সরকারের করা উচিত। আবার সংস্কারের কথা বলে নির্বাচন নিয়ে কালক্ষেপনও করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি'র( বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা শহরের উকিল পাড়ায় নিজ বাসভবন শান্ত নীড়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'বর্তমানে নির্বাচনটি জনগণের কাছে অত্যান্ত গুরুত্বপূর্ণ। গত ৬ মাসে সরকার যেভাবে চলছে এতে দিনদিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। সংস্কারটি নির্বাচন মুখী হওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
পার্থ বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। পুলিশ তার দৃশ্যমান কাজ করছে না যে ভাবে আমরা আশা করেছিলাম। আমরা প্রথম থেকেই বলেছি সরকারের সাথে জনসম্পর্কতার অভাব ছিল। তবে এ ধরনের মন্ত্রণালয়ে এমন কাউকে দেওয়া উচিত ছিল, যে জনগণের সাথে সম্পর্ক বৃদ্ধি করে পুলিশের আস্থা ফিরিয়ে আনবে।
দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকালকের স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আওয়ামী লীগের বিগত সরকারের যথেষ্ট অবৈধ অর্থ আছে। দেশের পরিস্থিতি খারাপ হলে পলিটিক্যাল বেনিফিট সেই সরকারই পাবে। আবার বর্তমান সরকারও যে সাকসেসফুললি কাজ করছে তাও বলছি না। তবে আশা করছি সামনের দিনগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।
উল্লেখ্য, তিন দিনের সংক্ষিপ্ত সফরে সোমবার দুপুরে ভোলায় আসেন আন্দালিব রহমান পার্থ। এর আগে ঢাকা থেকে লঞ্চযোগে দুপুরে ভোলার ইলিশা লঞ্চঘাটে পৌছালে দলের হাজার হাজার নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেন।