পুলিশের সামনেই মাদকের ব্যাবসা চালাচ্ছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ক্যাডার রনি

স্টাফ রিপোর্টারঃ নবগ্রাম রোড চৌমাথা এলাকার বাসিন্দা রনি বাহিনীর তান্ডবে একসময় এলাকার মানুষ ছিলো দিশেহারা। স্বৈরাচার সরকারের পতনের পরও বহাল তবিয়তে আছে রনি বাহিনী। ভীতি ছড়াচ্ছে এলাকায়। ২
১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইদ আহমেদ মান্নার অনুসারী হিসাবে ছাত্রলীগ ক্যাডার রনি বাহিনীর নিয়ন্ত্রণে ছিলো চৌমাথা ও ঈদগাহ লেনের মাদক বানিজ্য এবং চাঁদাবাজির একক নিয়ন্ত্রণ। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়ে যায় সাবেক কাউন্সিলর শেখ সাইদ আহমেদ মান্না।
তারপর থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডার রনি ও তার দলবল কিছু দিন পালিয়ে থাকে।পতিত স্বৈরাচার সরকারের পতনের ৭ মাস যেতে না যেতেই আবারও এলাকায় মাদক বানিজ্য ও চাঁদাবাজি শুরু করেছে বলে জানা যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানিয়েছে, রনি ও তার বাহিনী শেখ হাসিনা আবারও ফিরে আসবে বলে ভয় দেখাচ্ছে। রনি ও তার বাহিনীর ভয়ে মানুষ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। এ বিষয়ে ঈদগাহ্ লেনের আশেপাশের লোকজন জানিয়েছে, চাঁদাবাজি করে, একাধিক মামলার আসামি হয়ে যেহেতু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এদের বিরুদ্ধে কথা বলে নিজের ক্ষতি করা ঠিক হবে না।
দুই- একজন ক্ষোভ প্রকাশ করে বলে, ডেভিল হ্যান্ট অপারেশন চলমান থাকলে ও পুলিশ এদের গ্রেফতারের আওতায় নিয়ে আসতেছে না।
এরা আওয়ামী লীগের আমলে এলাকায় তান্ডব চালিয়েও দিব্বি ঘুরে বেড়াচ্ছে। পুলিশ এদের কিছু বলতেছে। রনি ও তার বাহিনীকে গ্রেফতারের আওতায় নিয়ে আসতে এলাকাবাসী পুলিশ কমিশনার মহোদয়ের সহযোগিতা কামনা করছে।