বরিশালে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেত্রীর মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ রবিউল ইসলাম রাব্বি বরিশাল : বরিশালে সিনিয়র সাংবাদিক আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিনের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে একত্রিত হয়েছেন জেলার সকল সাংবাদিক সংগঠন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, যদি মামলা প্রত্যাহার না হয়, তবে ভবিষ্যতে বিএনপির কোনো ইতিবাচক সংবাদ প্রকাশ থেকে বিরত থাকবেন তারা।
সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়নসহ সকল সাংবাদিক সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই মানববন্ধনে সভাপতিত্ব করেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু এবং সঞ্চালনা করেন বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহিন হাসান। বক্তারা সাংবাদিকতার স্বাধীনতার ওপর আঘাত ও ফৌজদারী মামলার অপব্যবহারকে ‘গণমাধ্যমের কণ্ঠরোধ’ আখ্যা দেন।
মানববন্ধনে বক্তব্য দেন সাবেক প্রেস ক্লাব সভাপতি কাজী মেহেরুন্নেছা বেগম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, সাংবাদিক নুরুল আলম ফরিদ, সুশান্ত ঘোষ, খালিদ সাইফুল্লাহ, পুলক চ্যাটার্জি, কাজী মিরাজ মাহমুদ, মুরাদ আহম্মেদ, হুমায়ুন কবির, আজাদ আলাউদ্দিন, হাফিজুর রহমান হিরা, খলিলুর রহমান, নিকুঞ্জ বালা পলাশ, সাইফুর রহমান মিরণ, এম.আর. প্রিন্স, জিয়া শাহিন এবং বিভিন্ন উপজেলা ও জেলার সাংবাদিক প্রতিনিধিরা।
বক্তারা জানান, গত বছরের ১১ আগস্ট দৈনিক যুগান্তরে প্রকাশিত একটি প্রতিবেদনে পুকুর দখলের অভিযোগের বিষয়টি তুলে ধরেন সাংবাদিক আকতার ফারুক শাহিন। এর ১১ মাস পর চলতি মাসে তার বিরুদ্ধে মামলা করেন অভিযুক্ত বিএনপি নেত্রী। তারা অভিযোগ করেন, এটি সাংবাদিকদের মুখ বন্ধ করার একটি ষড়যন্ত্র।
মানববন্ধন শেষে সাংবাদিক নেতারা বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে মামলা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলা হয়, স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করার যে কোনো চেষ্টার বিরুদ্ধে সাংবাদিক সমাজ সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে।