তারেক রহমানের নির্দেশে বরিশালে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন

প্রতি বছরের ন্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বরিশাল মহানগরের ৩০ টি ওয়ার্ডের অসহায় দুস্থ প্রায় ২ সহস্রাধিক ব্যক্তির মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সদস্য সচিব ভারপ্রাপ্ত আফরোজা খানম নাসরিন।
শুক্রবার ২১ মার্চ সিএন্ডবি রোডস্থ নিজ বাসভবনে উক্ত খাদ্যসামগ্রী বিতরন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক হালিম মৃধা,আবু মুসা কাজল,জহিরুল ইসলাম লিটু,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য সিরাজুল হক মৃধা,নুরুল ইসলাম পনির, ২৬ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক খালেক হাওলাদার,৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক টিপু নেগাবান,সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ,১৫ নং ওয়ার্ড বিএনপির সদস্যসচিব খালেদুল ইসলাম ইমন,২৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ন আহবায়ক মামুন তালুকদার,২৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সুলতান শরীফ,১০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ন আহবায়ক কামরুজ্জামান, ১৩ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মিঠু,২২ নং ওয়ার্ড বিএনপির শেখ ফিরোজ সহ বিভিন্ন ওয়ার্ডের আহবায়ক, সদস্য সচিব এবং ছাত্রদল,যুবদল, শ্রমিকদল ও মহিলা দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উক্ত উপহার সামগ্রী বিতরন কালে আফরোজা খানম নাসরিন বলেন, দীর্ঘ দিন যাবৎ বরিশাল নগরীর অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। আগামী দিনেও নগরবাসীর জন্য কাজ করবো এটাই আমার প্রত্যাশা। রাজনীতি করে নয় সামাজিক ভাবেও কাজ করে জনগণের জন্য অনেক কিছুই করা যায় এটা আমি মনে প্রানে বিশ্বাস করি। পাশাপাশি প্রিয় বরিশাল নগরবাসীকে অগ্রীম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। এছাড়াও রাগ অভিমান ভুলে সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান।