মানব সেবায় অবদান রাখায় সম্মাননা স্বারক পেলো এম খান গ্রুপের পরিচালক রাফি

মানব সেবায় অবদান রাখায় সম্মাননা স্বারক পেলো এম খান গ্রুপের পরিচালক রাফি

মানব সেবায় অবদান রাখায় সম্মাননা স্বারক পেলো এম খান গ্রুপের পরিচালক রাফি স্টাফ রিপোর্টারঃ এম খান গ্রুপের পরিচালক প্রকৌশলী রাফসান খান রাফিকে মানব সেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্বারক উপহার দিয়েছে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন।

২৮ শে অক্টোবর সোমবার রাত ৮ টা ৩০ মিনিটে এম খান গ্রুপের অফিস কার্যালয়ে তাকে এই উপহার তুলে দেয়া হয় সংগঠন এর পক্ষ থেকে।উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার ও সদস্য রাহুল।

উল্লেখ্য রাফসান খান রাফি বরিশালের বিশিষ্ট ব্যবসায়ী এম খান গ্রুপের স্বত্বাধিকারী মাহফুজ খান ও সানজিদা মল্লিক দম্পতির বড় সন্তান। পরিচালক পদে দায়িত্ব গ্রহণ করার পর থেকে অফিসের সকলের মন জয় করেছেন তার হাস্যোজ্বল ও মিষ্টি ভাষা দিয়ে।

লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এর বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। সংগঠনের পক্ষ থেকে সম্নাননা স্বারক উপহার পেয়ে, আনন্দিত হয়ে রাফসান খান রাফি বলেন,সত্যিই এমন ভালবাসা ও উপহার পেয়ে আমি মুগ্ধ।

কারন বিগত ৮ টি বছর বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে লাভ ফর ফ্রেন্ডস, সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা রইলো। ভবিষ্যতেও মানবিক কার্যক্রমে পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।