ডাকসু নির্বাচনে বাগছাসের প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) তাদের প্যানেল ঘোষণা করেছে। এতে ভিপি হিসেবে হিসেবে লড়বেন আব্দুল কাদের ও জিএস পদে আবু বাকের মজুমদার। বুধবার (২০ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্যানেল ঘোষণা দেয় সংগঠনটি।
প্যানেল ঘোষণা করেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। প্যানেলে এজিএস পদে সংগঠনটির মুখপাত্র আশরেফা খাতুনকে মনোনয়ন দেওয়া হয়েছে। আব্দুল কাদের বাগছাসের ঢাবি শাখার আহ্বায়ক ও আবু বাকের মজুমদার কেন্দ্রীয় আহ্বায়ক। এর আগে, ডাকসু নির্বাচনে বামপন্থি তিন ছাত্র সংগঠন যৌথভাবে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যানেল উন্মোচন করা হয়। এতে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিকভাবে ১৫ সদস্যের নাম ঘোষণা করা হলেও পরবর্তীতে আরও নাম যুক্ত করা হবে। প্যানেলের নাম রাখা হয়েছে ‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’, যা মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক ছাত্র আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানানোর প্রতীক বলে উল্লেখ করেন আয়োজকরা।
ঘোষিত প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাঈম হাসান হৃদয়, জিএস পদে এনামুল হাসান অনয় এবং এজিএস পদে লড়বেন অদিতি ইসলাম। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।