মারা গেছেন বহুল আলোচিত সাবেক সেনাপ্রধান

মারা গেছেন বহুল  আলোচিত সাবেক সেনাপ্রধান

সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব) এম হারুন-উর-রশীদ বীর প্রতীক চট্টগ্রামে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জানা গেছে। 

এর আগে রবিবার (৩ জুলাই) পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রাম আসেন সাবেক এই সেনা প্রধান।  পারিবারিক অনুষ্ঠান শেষে চট্টগ্রাম ক্লাবে রাত্রিযাপন করেন তিনি। সেখানেই আজ (৪ জুলাই) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

সাবেক সেনা প্রধান এম হারুন-উর-রশীদ ১৫ ফেব্রুয়ারি ১৯৪৮ সালে চট্টগ্রাম জেলার হাটহাজারীর ধলই ইউনিয়নের কাটিরহাট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কাকুলস্থ পাকিস্থান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ শেষে পর পাকিস্তান সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন। ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়। ২০০০ সালের ২৪ ডিসেম্বর তিনি লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হন। ২০০২ সালে অবসর গ্রহণের পর এম হারুন-উর-রশীদ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।