চরাঞ্চলে কৃষকদের নিরাপত্তায় একেকে’র এনজিওর উদ্দ্যোগে গামবুট বিতরণ

মেহেরপুর প্রতিনিধি : চরাঞ্চলে এগ্রো ইকোলজিকাল পদ্ধতিতে নিরাপদ সবজি চাষ, আন্তঃফসল উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভেলুচেইন-উপ প্রকল্পের আওতায় ২৩ জুলাই’২৫, বুধবার সকাল ১০.৩০ একেকে সংস্থার প্রধান কার্যালয় থেকে ৩১০জন কৃষান ও কৃষকের মধ্যে গামবুট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল কৃষকদের শোভন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, বিশেষ করে চরাঞ্চলে রাসেল ভাইপার সাপ ও জোকের মতো ঝুঁকি থেকে হাত রক্ষা করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ শাহাদুজ্জামান, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর। সভাপতিত্ব করেন একেকে'র নির্বাহী পরিচালক এম. এ. জলিল ।
অনুষ্ঠানে মোট ৩১০ জন কৃষক ও কৃষাণীকে গামবুট প্রদান করা হয়। গামবুট সরবরাহের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের নিরাপদ চাষাবাদ নিশ্চিত করার দিকটি এই প্রকল্পে গুরুত্ব পেয়েছে।
প্রধান অতিথি কৃষিবিদ শাহাদুজ্জামান তার বক্তব্যে বলেন, এই উদ্যোগ কৃষকদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান কৃষি ব্যবস্থায় শুধু উৎপাদনই নয়, নিরাপত্তা এবং পরিবেশগত ভারসাম্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিরাপদ পোশাক ও সরঞ্জাম চাষাবাদের অংশ হওয়া উচিত।
একেকে’র নির্বাহী পরিচালক এম. এ. জলিল তিনি বলেন,“আমরা শুধু ফসল নয়, কৃষকের নিরাপত্তা ও মর্যাদাকেও সমান গুরুত্ব দেই। চরাঞ্চলের এই কৃষকরা আমাদের দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম চালিকাশক্তি।কৃষকদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত না হলে টেকসই কৃষি সম্ভব নয়।
আয়োজক সংস্থা ও উপস্থিত কৃষক-কৃষাণীরা এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্পটির ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। আরো উপস্থিত ছিলেন ফুয়াদ হোসেন প্রকল্প সমন্বয়কারী (আরএমটিপি)।
প্রকল্পটি সহযোগিতায় করছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং বাস্তবায়ন করছে আমরা কাজ করি (একেকে) ফরিদপুরের এনজিও।