বাঘাইছড়িতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাজে ব্যাপক অনিয়ম

বাঘাইছড়িতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাজে ব্যাপক অনিয়ম

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চলমান কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলার রূপকারি, বঙ্গলতলি ও মারিশ্যা ইউনিয়নে স্থাপিত ডীপ টিউবওয়েল বা গভীর নলকূপে এসব অনিয়মের চিত্র দেখা গেছে।


বিশেষ করে গত ছয় মাসে বাস্তবায়িত ডীপ টিউবওয়েল স্থাপনের প্রকল্পগুলোতে প্রকৃত গভীরতা, নির্মাণ সামগ্রীর মান এবং অন্যান্য কারিগরি দিকসমূহে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বরাদ্দ অনুযায়ী প্রতিটি টিউবওয়েলের গভীরতা ১৫০ মিটার (প্রায় ৫০০ ফুট) হওয়া বাধ্যতামূলক থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রে মাত্র ৭০ থেকে ১৫০ ফুট পর্যন্তই পাইপ স্থাপন করা হয়েছে।


এছাড়াও, এসব টিউবওয়েলে ‘এ’-গ্রেডের পাইপ ব্যবহারের কথা থাকলেও সেখানে ব্যবহার করা হয়েছে নিম্নমানের পাইপ, যা কোনো গ্রেডের মানদণ্ডেই পড়ে না। একইভাবে, মানসম্মত মটর ও পানির ট্যাংকের পরিবর্তে ব্যবহার করা হয়েছে নিম্নমানের যন্ত্রাংশ ও সামগ্রী, যার ফলে এসব প্রকল্পের দীর্ঘস্থায়ীত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।


কাঁচামালের মান এবং গভীর নলকূপ স্থাপন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অব্যবস্থাপনা এবং অনিয়ম তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে সরকারি অর্থের অপচয় বন্ধ হবে না এবং জনসাধারণের ভোগান্তি বাড়বে।
এসব দুর্নীতির ঘটনার দ্রুত তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।