বরগুনায় আইন-শৃঙ্খলা অবনতির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

কাশেম হাওলাদার, বরগুনা: সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় ক্রমবর্ধমান আইন-শৃঙ্খলার অবনতি এবং দেশকে ষড়যন্ত্রমূলক ভাবে অস্থিতিশীল করার প্রচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে বরগুনা সদর রোডস্থ বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা প্রেসক্লাব চত্বরে এক সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম মতি। সমাবেশে সভাপতিত্ব করেন বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাজিবুল ইসলাম সোহেল এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ফয়জুল মালেক সজিব।
মিছিলে আরও উপস্থিত ছিলেন: বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম মোল্লা, কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক মো. ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সাবেক সহ-সভাপতি এ.জেড.এম সালেহ ফারুক, সাবেক সাংগঠনিক সম্পাদক জাফরুল হাসান জাফর, হুমায়ূন হাসান শাহীন, শফিকুল ইসলাম মাহফুজ, বিএনপি নেতা বাবুল হাওলাদার ও মাসুদুর রহমান মানসু এবং দলটির বিভিন্ন নেতাকর্মীরা।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপির নেতাকর্মীরা জেল-জুলুম, গুম, হত্যা, হামলা-মামলা ও ষড়যন্ত্রের শিকার হয়ে আসছে। দেশের জনগণ আজ আর স্বৈরাচার সহ্য করবে না। তারা প্রত্যয় ব্যক্ত করেন, এই দেশকে কোনোভাবেই একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এতে স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।