স্বামীসহ আ. লীগ নেত্রী গ্রেপ্তার

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগ নেত্রী লিপিখান ভরসাকে স্বামীসহ গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৬ মার্চ) সকালে রাজধানীর গুলশান-২ এর ১১৭নং রোডের ৯ এর বি ফ্লাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার থেকে গুলশান থানা ও রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ ওই বাড়ি ঘিরে রাখে। কিন্তু তারা দরজা খুলছিলেন না। পরে ম্যাজিষ্ট্রেটের অনুমতি নিয়ে দরজা ভেঙে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে স্বামী সাইফুল ইসলাম শিমুল ভরসা ছিলেন। মাসুদ নামের ওই ফ্লাটে ভাড়া নিয়ে বসবাস করছিলেন তারা। গ্রেপ্তারকৃত লিপিখান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত বিএনপি নেতা মামুনুর রশিদ মামুনের করা হত্যা চেষ্টা মামলার ১৭৯নং এজাহারভূক্ত আসামি।
এর আগে বৃহস্পতিবার লিপি খানের ম্যানেজার পলাশ হাসান বাদী হয়ে ওই মামলা থেকে লিপি খানের নাম বাদ দেয়ার জন্য আওয়ামী লীগের ব্যবসায়ী অমিত বণিক কর্তৃক উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শিবলী কায়সারের নামে ১০ লাখ টাকা চাঁদা দাবির মামলা করেন। ওই মামলায় অমিত বণিককেও গ্রেপ্তার করে পুলিশ।
এছাড়া পুলিশ কর্মকর্তা শিবলীকে রংপুর মেট্রোপলিটন থেকে প্রত্যাহার করে সদরদপ্তরে নেয়া হয়।