মেহেরপুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে রাজমিস্ত্রি গোলাম কিবরিয়া (৫৫) ও তার স্ত্রী রিনা খাতুন। এই দম্পতি রেখে গেছেন তিনটি ছোট মেয়ে সন্তান।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের বাড়ি থেকে আসা ছেঁড়া একটি বৈদ্যুতিক তার অসাবধানতাবশত একটি বাইসাইকেলের সঙ্গে পেঁচিয়ে ছিল। সেই বাইসাইকেলটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন গোলাম কিবরিয়া। তার চিৎকারে স্ত্রী রিনা খাতুন ছুটে এসে তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। দুজনই অচেতন হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গোলাম কিবরিয়া ছিলেন একজন রাজমিস্ত্রি। দিনমজুরির টাকায় সংসার চালাতেন তিনি। তিনটি ছোট মেয়েকে ঘিরেই ছিল তাদের ছোট্ট সুখের জগত। বাবা-মায়ের হঠাৎ মৃত্যুতে একেবারে নিঃসঙ্গ হয়ে পড়ে শিশুগুলো। স্তব্ধ হয়ে যায় তাদের কান্না, বোবা হয়ে যায় চিৎকার। এলাকাবাসীও চোখের জল ধরে রাখতে পারেননি।

স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, “ওরা খুব গরিব পরিবার। লোকটা রাজমিস্ত্রির কাজ করত, কষ্ট করে মেয়েগুলারে বড় করত। এখন তিনটা ছোট মেয়ে এতিম হয়ে গেল। কী হবে ওদের?

তবে এ ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটেএমন প্রত্যাশা জানিয়েছেন এলাকাবাসী। বিদ্যুতের নিরাপদ ব্যবহার এবং অবহেলা রোধে সচেতনতাই হতে পারে এমন শোকাবহ ঘটনার প্রতিকার।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, “এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।