বিয়ে গোপন করে অনলাইনে প্রেম, ভারত থেকে এলেন যুবক

বিয়ে গোপন করে মোবাইল ফোনে বন্ধুত্ব, তারপর ভালোলাগা আর সবশেষ প্রেম। মাঝখানে ২ বাংলার সীমান্ত। তবুও মন মানেনি দেখে প্রেমের টানে ভারতের পশ্চিমবঙ্গ থেকে সোহেল আলী নামে এক যুবক ছুটি এসেছেন বাংলাদেশের রংপুরে।
দেখাও হয়েছে প্রেমিকার সঙ্গে। কিন্তু মন ভেঙে যায় দূরদেশ থেকে আসা প্রেমিক সোহেলের। জানতে পারেন, তার প্রেমিকাও বিবাহিত। মঙ্গলবার (৮ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আশরাফুল ইসলাম।
জানা যায়, এক বছরের প্রেমের সম্পর্কে সোহেল আলীর মতো তার প্রেমিকাও গোপন রেখেছিলেন বিবাহিত জীবনের গল্প। কিন্তু প্রেমিকার বাড়িতে আসার পরে ঘটে বিপত্তি।
বিবাহিত হওয়ায় দুজনেরই পরকীয়ার সম্পর্কে পড়ে টান। অবশেষে পুলিশের সহায়তায় ভারতীয় এ যুবক ফিরে যান নিজ দেশে। ইমিগ্রেশন পুলিশ জানায়, প্রেমের টানে বৈধ ভিসায় সীমান্ত পেরিয়ে আসা ভারতীয় যুবক সোহেল আলী (৩২) পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার কলবলি তলা গ্রামের মরজেম মণ্ডলের ছেলে।
এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ থানাধীন সারাই উল্লাপাড়া গ্রামের এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৫ জুলাই দিবাগত রাতে হারাগাছে প্রেমিকার বাড়িতে ভারতীয় ওই যুবককে আটক করেন স্থানীয় বাসিন্দারা।
পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এর পরদিন রোববার সকালে আটককৃত ভারতীয় নাগরিককে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। সেখানে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর হারাগাছ থানা পুলিশ স্কটসহ সোহেল আলীকে লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের কাছে রাতে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, সোমবার সকালে ইমিগ্রেশনের মাধ্যমে ভারতীয় নাগরিক সোহেল বর্ডার পার হয়ে চেংরাবান্ধা ইমিগ্রেশনে চলে যান।
এ ঘটনা সম্পর্কে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর বিভাগ) মারুফ আহমেদ বলেন, ভারতীয় যুবক সোহেল আলীর সঙ্গে হারাগাছের এক প্রবাসীর স্ত্রীর অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক বছরের বেশি সময় ধরে অনলাইনে তাদের কথাবার্তা হয়।
গত শুক্রবার (৪ জুলাই) ভারতীয় ওই যুবক পাসপোর্ট ও ভিসার মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে রাজশাহীর পবা উপজেলায় মামাতো ভাইয়ের বাড়িতে ওঠেন। সেখান থেকে গত শনিবার রাতে প্রেমিকার বাড়িতে দেখা করতে আসেন। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে সেনাবাহিনীকে জানান।
খবর পেয়ে রাতেই ওই নারীর বাড়ি থেকে ভারতীয় নাগরিক সোহেলকে আটক করে সেনাবাহিনী। তিনি আরও বলেন, রোববার হারাগাছ থানা পুলিশের কাছে ভারতীয় নাগরিক সোহেলকে হস্তান্তর করে। খবর পেয়ে রাতে হারাগাছ থানায় সোহেলের খোঁজ নিতে আসেন রাজশাহী পবার উপজেলার স্বজনরা।