এনসিপিকে ইঙ্গিত করে রুমিন ফারহানা ১০ জনের একটা দল, সেখানেও যৌন হয়রানি

এনসিপিকে ইঙ্গিত করে রুমিন ফারহানা ১০ জনের একটা দল, সেখানেও যৌন হয়রানি

এনসিপিকে ইঙ্গিত করে বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘১০ জন নেতার একটা দল, সেখানেও আমরা দেখি যৌন হয়রানি থেকে নিজের দলের নেত্রী নিজের দলের অতি পরিচিত জ্ঞানী নেতার হাত থেকে রেহাই পায় না।’

সম্প্রতি এক টেলিভিশন টক শোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। জাতীয় নাগরিক পার্টির (এনপিসি) নেতা আরিফুল ইসলাম আদীবের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি খুবই খারাপ।

আরও পড়ুনঃ জানা গেল কোন আসনে লড়বেন এনসিপির আখতার হোসেন আমরা তো শুনতে পাচ্ছি এনসিপির মুখ থেকে—বিএনপি এত খারাপ হয়ে গেছে নিজেরা নিজেদের মারামারি করে, চাঁদাবাজি করে, বিএনপি কী কী জানি করে একটা ম্যানিপুলেটর ইলেকশন করার চেষ্টা করে ইত্যাদি ইত্যাদি। সবই তো মানুষের কাছে সামনে আছে। আমলনামাটা মানুষের কাছে আছে।’