জায়েদকে বিয়ে ও মা হওয়ার ইচ্ছার কথা জানালেন তিশা

জায়েদকে বিয়ে ও মা হওয়ার ইচ্ছার কথা জানালেন তিশা

অভিনেত্রী তানজিন তিশা এবার ক্যামেরার সামনেই জানালেন নিজের ব্যক্তিজীবনের একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা। যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টিভি চ্যানেল ‘ঠিকানা টিভি’র ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত নতুন টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ প্রথম অতিথি হয়ে হাজির হন এই জনপ্রিয় অভিনেত্রী।

সেখানেই জানান, আগামী পাঁচ বছরের মধ্যেই মা হতে চান তিনি। টকশোতে উপস্থাপক জায়েদ খান যখন তাকে প্রশ্ন করেন—‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’—তিশা অকপট জবাবে বলেন, ‘আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো।’

আরও পড়ুনঃ বিচ্ছেদের ৮ বছর পর ‘ভুল বুঝতে পারলেন’ মিথিলা এ সময় তিশা আরও বলেন, ‘দেখুন, এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই।

 লুকানোরও কিছু নেই।’ উল্লেখ্য, গত শুক্রবার (৪ জুলাই) রাত ৮টায় প্রচারিত হয় অনুষ্ঠানটির প্রথম পর্ব, যার মধ্য দিয়ে উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেন চিত্রনায়ক জায়েদ খান। অনুষ্ঠানে তিশা খোলামেলা আলোচনা করেন নিজের অভিনয়জীবন ও ব্যক্তিজীবন নিয়ে।

কথার ফাঁকে বিয়ের প্রসঙ্গ তুলে দেন তিনিও, আর পাল্টা বিয়ের প্রশ্ন ছুড়ে দেন জায়েদ খানের দিকে—যার উত্তরও হালকাভাবে মজার ছলে দেন এই চিত্রনায়ক। আরও পড়ুনঃ রাজনীতি আমার পথ নয়, আমি শুধু অভিনয়টা বুঝি: আরিফিন শুভ জানা গেছে, প্রতি শুক্রবারই তারকাদের সঙ্গে জমজমাট আড্ডায় বসবেন জায়েদ খান।