মৃত্যুর পর দেশের মাটিতেই ঠাঁই চান শেখ হাসিনা, যা জানা গেল

গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও সেখানেই আছেন তিনি।
কিন্তু, এ অবস্থায় মৃত্যু হলে যেন দেশের মাটিতেই তাকে কবর দেওয়া হয়, এজন্য তিনি আকুতি জানিয়েছেন বলে একটি খবর ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মূলত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য দাবিতে ‘আমি মারা গেলে নিজের দেশে আজিমপুর কবর স্থানে হলেও আমাকে দাফন করিও’ শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম একাত্তর-এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এরপরই বিষয়টির সত্যতা কতটুকু, এ নিয়ে অনুসন্ধান চালিয়েছে ফ্যাক্টচেক গ্রুপ রিউমর স্ক্যানার। আরও পড়ুনঃ প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে হত্যার হুমকি; আওয়ামী লীগ কর্মী আটক অনুসন্ধানে তারা জানতে পেরেছে, ‘আমি মারা গেলে নিজের দেশে আজিমপুর কবর স্থানে হলেও আমাকে দাফন করিও—শেখ হাসিনা’ শীর্ষক শিরোনামে মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম একাত্তর টিভি কোনো ফটোকার্ড প্রচার করেনি এবং শেখ হাসিনাও সম্প্রতি এমন কোনো মন্তব্য করেননি।
প্রকৃতপক্ষে, ‘শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত শুনানির জন্য অ্যামিকাস কিউরি নিয়োগ’ শীর্ষক শিরোনামে ‘একাত্তর’-এর প্রচারিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। আরও পড়ুনঃ হাসপাতালের লিফটে ছিনতাই করছে কিশোর গ্যাং এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করলে তাতে মূলধারার সংবাদমাধ্যম ‘একাত্তর’-এর লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘১৯ জুন, ২০২৫’ দেখা যায়।
এরই সূত্র ধরে ‘একাত্তর’-এর ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করলে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, একাত্তর-এর ফেসবুক পেজে গত ১৯ জুন ‘শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত শুনানির জন্য অ্যামিকাস কিউরি নিয়োগ’ শীর্ষক একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।