ইসরায়েলি সেনাছাউনি জ্বালিয়ে দিল ইহুদিরা

ইসরায়েলি সেনাছাউনি জ্বালিয়ে দিল ইহুদিরা

ফিলিস্তিনের পশ্চিম তীরের রাজধানী রামাল্লার কাছে কাফর মালিক এলাকায় ইসরায়েলি সেনাদের একটি সামরিক ছাউনিতে আগুন দিয়েছে ইহুদি বসতি স্থাপনকারীরা। সোমবার (৩০ জুন) এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, আগুন লাগানোর ফলে ছাউনির ভেতরে থাকা নিরাপত্তাসংক্রান্ত অত্যাধুনিক যন্ত্রপাতি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এবং সেগুলো আর ব্যবহারের উপযোগী নয়।

 আরও পড়ুনঃ হত্যাকাণ্ডের লোমহর্ষক ভিডিও প্রকাশের পর ভুল স্বীকার ইসরায়েলের আইডিএফ এই ঘটনাকে ‘অত্যন্ত ন্যক্কারজনক’ বলে উল্লেখ করে জানায়, এমন হামলা পশ্চিম তীরে বসবাসরত ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলছে।

ইসরায়েলি দৈনিক টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, গত বুধবার কাফর মালিকের কৃষি জমিতে হামলা চালায় একদল সশস্ত্র ইহুদি বসতি স্থাপনকারী। তারা ফিলিস্তিনি কৃষকদের জোরপূর্বক মাঠ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিল। আরও পড়ুনঃ শোনা যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আওয়াজ, ১২ এপ্রিলের দিকে তাকিয়ে গোটা বিশ্ব! ঘটনাস্থলে পৌঁছায় ইসরায়েলি সেনারা এবং উত্তেজনা প্রশমনের চেষ্টা করলে উল্টো বসতি স্থাপনকারীরা তাদের সঙ্গে বাগ্বিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

ওই সময় সেনাদের ওপর হামলার অভিযোগে ছয়জন বসতি স্থাপনকারীকে গ্রেপ্তার করা হয়। এর জের ধরেই রবিবার রাত ১০টার দিকে প্রায় ১০০ জন ইহুদি বসতি স্থাপনকারী মিলে ইসরায়েলি সেনাদের ছাউনিতে হামলা চালায় এবং আগুন লাগিয়ে দেয়। আরও পড়ুনঃ নেতানিয়াহু ২০ বছর ধরে ক্ষমতায়, আর কত? সোমবার আইডিএফ এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান দায়িত্ব হলো দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।

সেখানে আমাদের নিজস্ব সামরিক স্থাপনায় এই ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। বিবৃতিতে আরও বলা হয়, আইডিএফ কোনো দাঙ্গাকারীর প্রতি নমনীয়তা দেখাবে না। বেসামরিকদের সুরক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব।