পর্নোগ্রাফি মামলায় ৪ আসামির রিমান্ড শুনানি আজ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক নারীকে ধর্ষণ ও ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় চার আসামির রিমান্ড শুনানি হবে আজ বৃহস্পতিবার।
মামলার তদন্ত কর্মকর্তা মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার হওয়া চার আসামির মধ্যে রয়েছেন উপজেলার বাহেরচর গ্রামের মোহাম্মদ আলী সুমন, রমজান আলী, মো. অনিক ও মো. আরিফ।
স্থানীয়রা জানান, মোহাম্মদ আলী সুমন ছাত্রলীগের মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি। আরও পড়ুনঃ ভোটের ওপর আস্থা ফিরেছে মানুষের: ইসি আলমগীর তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন বলেন, ‘গত সোমবার চার আসামির সাত দিনের রিমান্ড চেয়ে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়।
বিচারক শুনানির জন্য আজ দিন ধার্য করেছেন।’ এ ছাড়া ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ফজর আলী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের ভাষ্য, গত ২৬ জুন রাতে মুরাদনগরের একটি গ্রামে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে ফজর আলীর বিরুদ্ধে।
ঘটনার সময় ফজর আলী এলাকাবাসীর হাতে আটক হন এবং পিটুনির শিকার হন। পরে তিনি সেখান থেকে পালিয়ে যান। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ভুক্তভোগী নারীর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। আরও পড়ুনঃ ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনগত ব্যবস্থা নেয়।