যে মেয়েকে দেখতে লন্ডন যাওয়ার কথা ছিল, তারই অপেক্ষায় মায়ের মরদেহ

যে মেয়েকে দেখতে লন্ডন যাওয়ার কথা ছিল, তারই অপেক্ষায় মায়ের মরদেহ

২৭ জুলাই মা ফাতেমাতুজ জোহরার যাওয়ার কথা ছিল লন্ডনে মেয়ের কাছে। কিন্তু নিয়তির নির্মম পরিহাস এখন মেয়ে ফারহানা ফিরছেন মাকে শেষবারের মতো দেখতে। সিএনজি অটোরিকশা চালকের ভুল আর একটি ট্রেনের অপ্রতিরোধ্য গতিতে থেমে গেল সব অপেক্ষা ও প্রস্তুতি।

 এখন লন্ডনপ্রবাসী মেয়ে দেশে ফেরার অপেক্ষায় বাড়ির উঠোনে ফ্রিজার ভ্যানে রাখা হয়েছে ফাতেমাতুজ জোহরার (৬২) ও তার ছেলে হাফিজুল ইসলামের (৪২) মরদেহ। সোমবার (৩০ জুন) সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠাননগর মিয়াজী বাড়িতে গিয়ে এমন করুণ দৃশ্য দেখা গেছে।

আরও পড়ুনঃ বিএবিনপির দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১ আহত ৩০ এর আগে শনিবার (২৮ জুন) সন্ধ্যায় ফেনী শহরের গোডাউন কোয়ার্টার রেলক্রসিং এলাকায় ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লেগে তাদের মৃত্যু হয়। মৃত্যুর ৩৬ ঘণ্টা পার হলেও নিহত মা-ছেলের নিথর দেহ বাড়ির উঠানে ফ্রিজার ভ্যানে রাখা হয়েছে।

 কিছু সময় পর পর তাদের দেখতে আসছেন স্বজনরা। ফাতেমার ছোট ছেলে রিয়াজুল ইসলাম মিয়াজী বলেন, ‘২০২১ সাল থেকে মা লন্ডনপ্রবাসী ছোট বোন ফারহানা আক্তার স্মৃতির সঙ্গে সেখানে বসবাস করে আসছিলেন। এবার কোরবানির ঈদ উদযাপন করতে তিনি দেশে এসেছিলেন। আগামী ২৭ জুলাই পুনরায় মায়ের লন্ডনে ফেরার কথা ছিল।

সেজন্য শনিবার বড় ভাই হাফিজুল ইসলামকে সঙ্গে নিয়ে করোনা পরীক্ষা করতে নোয়াখালীতে যান। সেখান থেকে ফেরার পথেই ট্রেন দুর্ঘটনায় আমাদের সবকিছু শেষ হয়ে যায়। মা ও ভাইয়ের এমন আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার শোকে স্তব্ধ।’ আরও পড়ুনঃ লুট করা ২৪ গরু মিলল বিএনপি নেতার বাড়িতে পরিবার জানায়, শনিবার মা-ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা হন মেয়ে ফারহানা আক্তার স্মৃতি।

এর আগে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি গোডাউন কোয়ার্টার এলাকায় রেলক্রসিং অতিক্রম করার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা যানজটে আটকে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার মাকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। সিএনজিচালিত অটোরিকশা চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।