বেতাগীতে শিক্ষার্থীদের মাঝে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগীতে শিক্ষার্থীদের মাঝে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় সুধীজনের সাথে মত বিনিময় করেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। মতবিনিময় শেষে উপজেলার ১২৬ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং মাধ্যমিক পর্যায়ের ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী
বিতরণ করেন।
বেতাগী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তিতা করেন প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ সমর কুমার বেপারী, সহকারি কমিশনার (ভূমি) বিপুল সিকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুস সালাম সিদ্দিকী, সবুজকানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম লাভলু, করুনা বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. আমিনুল ইসলাম,
১ নম্বর বিবিচিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ হান্নান, বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইমরান হোসেন মুন্ন। এছাড়া মতবিনিময় সভায় উপজেলা বিএনপি'র সদস্য সচিব মো. গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপি'র সদস্য সচিব মো. মিজানুর রহমান খান, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী প্রভাষক মো. শাহাদাৎ হোসেন মুন্নাসহ স্থানীয় সুধিজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।