পাকিস্তানের হামলায় কাশ্মীরে ডেপুটি ডিস্ট্রিক কমিশনার নিহত, দাবি ভারতের

পাকিস্তানের হামলায় কাশ্মীরে ডেপুটি ডিস্ট্রিক কমিশনার নিহত, দাবি ভারতের

পাকিস্তানের হামলায় কাশ্মীরের রাজৌরি জেলার ডেপুটি ডিস্ট্রিক কমিশনার রাজকুমার থাপা নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত। শনিবার (১০ মে) সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাজৌরি শহরের জেলা কমিশনার রাজ কুমার থাপ্পা পাকিস্তানের গোলাবর্ষণে নিহত হয়েছেন বলে ওমর আব্দুল্লাহ এক্স পোস্টে দাবি করেছেন।

পোস্টে তিনি বলেন, ‘এই প্রাণহানিতে আমার শোক প্রকাশের ভাষা নেই।’ তিনি আরও বলেন, ‘গতকালই উপমুখ্যমন্ত্রী ও তিনি (রাজ কুমার থাপ্পা) একটি অনলাইন সভায় যোগ দিয়েছিলেন, যেখানে আমি সভাপতিত্ব করেছি।’ ওমর আব্দল্লাহ বলেন, ‘আজ সেই কর্মকর্তার বাড়িতে পাকিস্তানের গোলা আঘাত করেছে। তারা রাজৌরি শহরকে টার্গেট করে হামলা করছে, যাতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজ কুমার থাপ্পা নিহত হয়েছেন। 

এদিকে শনিবার সকাল থেকে ভারত ও পাকিস্তানকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ব্যাপক গোলাগুলি এবং তীব্র বিস্ফোরণে খবর পাওয়া গেছে। এর আগে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে, শুক্রবার ভোররাতে ভারত তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এর জবাবে শনিবার ভোরে ভারতের পাঠানকোট, উদমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।