সন্ধ্যায় অসুস্থ মাকে দেখতে যাবেন জোবাইদা

১৭ বছর পর অসুস্থ মাকে দেখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান। তবে বাসায় নয়, হাসপাতালে।
জানা গেছে মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় মাকে দেখতে হাসপাতালে যাবেন জোবাইদা রহমান। মা সৈয়দা ইকবাল মান্দ বানু অসুস্থ অবস্থায় গত কয়েকদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আজ সকাল ১০ টা ৪০ মিনিটে শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ১৭ বছর পর দেশে ফেরেন ডা. জোবাইদা রহমান।
প্রসঙ্গত, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন জোবাইদা রহমান।