ক্রিকেট ম্যাচ চলাকালে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলায় পিটিয়ে হত্যা

ক্রিকেট ম্যাচ চলাকালে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলায় পিটিয়ে হত্যা

ভারতের কর্ণাটক শহরের উপকণ্ঠে ক্রিকেট ম্যাচ চলাকালীন ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলায় একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটিকে "মব লিঞ্চিং" হিসেবে উল্লেখ করে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরা বলেছেন, তিনি এখনও রিপোর্ট পাননি, তবে আশ্বাস দিয়েছেন যে মামলাটি খুব গুরুত্ব সহকারে নেয়া হবে। তিনি বলেন, স্থানীয় ক্রিকেট ম্যাচ চলাকালীন ওই ব্যক্তি 'পাকিস্তান জিন্দাবাদ' বলে চিৎকার করেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম 

 জানিয়েছে, রোববার (২৭ এপ্রিল) বিকেল ৩ টার দিকে ম্যাঙ্গালুরুর উপকণ্ঠে কুডুপু গ্রামের ভাট্রা কাল্লুরতি মন্দিরের কাছে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটানোর ফলে শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ম্যাঙ্গালুরু সিটির পুলিশ কমিশনার অনুপম আগরওয়াল এক সংবাদ সম্মেলনে বলেন, "মন্দিরের মাঠের কাছে মরদেহটি পাওয়া গেছে। প্রাথমিকভাবে, পুলিশ অস্বাভাবিক মৃত্যু হিসেবে এটি নথিভুক্ত করে। পরে তদন্ত শুরু হয় এবং সোমবার (২৮ এপ্রিল) করা পোস্টমর্টেম দেখা যায়, ওই ব্যক্তির শরীরে একাধিক ভোঁতা আঘাতের চিহ্ন রয়েছে এবং চিকিৎসার অভাবের তার মৃত্যু হয়েছে।"

এই ঘটনার পর স্থানীয় এক বাসিন্দা ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর ১০৩(২) ধারার অধীনে মামলা করেছেন। এতে বলা হয়েছে, পাঁচ বা ততোধিক ব্যক্তি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এখনও পর্যন্ত পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করেছে এবং আরও অন্তত ১০ জনকে খুঁজছে।

অনুপম আগরওয়াল বলেন, "মূল অভিযুক্ত হিসেবে শচীন নামের একজনকে চিহ্নিত করা হয়েছে। তিনি কুডুপুর বাসিন্দা এবং ইতোমধ্যেই পুলিশ হেফাজতে রয়েছে। এই মামলায় যে ধারাটি প্রয়োগ করা হয়েছে তা অত্যন্ত কঠোর, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তরা যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে পারে।"

বাকি সন্দেহভাজনদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে উল্লেখ করে পুলিশ বলছে, ঘটনার ক্রমানুসারে সিসিটিভি ফুটেজ এবং মোবাইল ডেটা বিশ্লেষণ করা হচ্ছে।