পরীক্ষায় নকল সরবরাহ করায় শিক্ষককে ৭ দিনের কারাদণ্ড

পরীক্ষায় নকল সরবরাহ করায় শিক্ষককে ৭ দিনের কারাদণ্ড

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় নকল সরবরাহের অপরাধে পিরোজপুরের কাউখালী লাঙ্গুলী নেছারিয়া ফাজিল মাদরাসার প্রভাষক মো. জামাল উদ্দিনকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পিরোজপুরের কাউখালী কেন্দ্রীয় ফাজিল মাদরাসায় এ ঘটনা ঘটে। কাউখালী কেন্দ্রীয় ফাজিল মাদরাসা কেন্দ্রের সচিব মাওলানা হোসাইন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, পরীক্ষাকেন্দ্রে প্রভাষক জামাল উদ্দিন নিজের পকেট থেকে আকাঈদ ও ফিকাহ পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরপত্র স্থানীয় মাদরাসার অফিস সহকারীর কাছে সরবরাহ করেন। এসময় পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বিষয়টি দেখতে পান।

পরে উত্তরপত্র উদ্ধার করা হয় এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লার কাছে অভিযুক্ত ওই শিক্ষক দোষ স্বীকার করলে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। বিষয়ে কাউখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বজল মোল্লা বলেন, পরীক্ষার হলে শিক্ষার্থীদের মাঝে প্রশ্নপত্রের উত্তরপত্র সরবরাহের দায়ে এক শিক্ষককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।