মাদরাসা পড়ুয়া ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা ৬৫ বছরের বৃদ্ধের, অতঃপর

পটুয়াখালী কলাপাড়ায় মাদরাসা পড়ুয়া এক শিশুকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগে মৃধা ওরফে গেদু (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ মার্চ) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সকালে ওই কন্যা শিশুর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, প্রতিবেশী এনছান মৃধার নাতনির সঙ্গে ওই শিশু প্রায়ই তাদের বাড়ি যাওয়া-আসা করতো। গত বুধবার বেলা ১১টার দিকে ওই শিশু বরই খেতে এনছান মৃধার বাড়ি যায়।
এসময় এনছান তাকে বেশি বরই দেওয়ার কথা বলে তাদের উঠানের দক্ষিণ পাশে নিয়ে জড়িয়ে ধরেন। পরে শিশুর মা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, অভিযুক্ত এহসান মৃধা গেদুকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।