কাশ্মিরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

কাশ্মিরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তল্লাশি অভিযানের সময় গোলাগুলিতে ভারতীয় এক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

 সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দুদু-বসন্তগড় এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। সামাজিক মাধ্যম এক্সে হোয়াইট নাইট কর্পস জানিয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উধমপুরের বসন্তগড় এলাকায় জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে একটি যৌথ অভিযান শুরু করা হয়েছে।

এরইমধ্যে তীব্র গুলিবর্ষণের ঘটনা ঘটে বলেও জানানো হয়েছে। সেনাবাহিনী বলেছে, আমাদের একজন যোদ্ধা প্রাথমিকভাবে গুরুতর আহত হন এবং পরে সর্বোত্তম চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও তার মৃত্যু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই স্থানে এখনও অভিযান চলছে বলে জানা যায়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মাত্র একদিন আগে কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন। নিহতদের বেশিরভাগই ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা পর্যটক ছিলেন। এই হামলায় নিহতদের মধ্যে একজন নৌবাহিনীর অফিসার, একজন বিমান বাহিনীর কর্মী এবং একজন গোয়েন্দা ব্যুরোর কর্মকর্তা ছিলেন।