এবার সইতে না পেরে ঘুমন্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করলো স্বামী

এবার সইতে না পেরে ঘুমন্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করলো স্বামী

চট্টগ্রামের বাঁশখালীতে মিনু আক্তারকে (৩৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে নিহতের স্বামীর বিরুদ্ধে।

শুক্রবার (১১ এপ্রিল) ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশা এলাকার শেওলাবাপের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।


এ ঘটনার পর অভিযুক্ত স্বামী ফরিদুল আলম পলাতক রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খানখানাবাদ ইউনিয়নের ডোংরা কালু ফকির বাড়ির মৃত দুধু মিয়ার ছেলে নইমুদ্দিন প্রকাশ ফরিদুল আলমের (৪২) সঙ্গে ১৫ বছর আগে বিয়ে হয় পার্শ্ববর্তী বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশার অজি আহমদের কন্যা মিনু আক্তারের (৩৫)। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। ফরিদুল আলম মোবাইল ব্যবসার সুবাদে প্রায় সময় চট্টগ্রাম শহরে থাকতেন। মাঝে-মধ্যে বাড়িতে আসতেন। স্বামী-স্ত্রীর মধ্যে তেমন বনিবনা ছিল না।

শুক্রবার ভোরে ফরিদুল আলম চট্টগ্রাম শহর থেকে বাড়িতে এসে ঘুমন্ত স্ত্রী মিনু আক্তারের বাম চোখের পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে মিনুর চিৎকার শুনে স্বজনরা এসে দ্রুত তাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রওনা দেন। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মিনু।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। ঘাতক স্বামী ফরিদুলকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।