গোপন বৈঠক থেকে মহিলা আওয়ামী লীগের নেত্রী রেখা আলম আটক

গোপন বৈঠক থেকে মহিলা আওয়ামী লীগের নেত্রী রেখা আলম আটক

নিজ বাসায় নাশকতার পরিকল্পনার গোপন মিটিং থেকে মহিলা আওয়ামী লীগের নেত্রী চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরীকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।  

এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদরঘাট থানা এলাকায় তার নিজ বাসা থেকে ডবলমুরিং থানা পুলিশ রেখা আলমকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেন ডবলমুরিং থানার ওসি কাজী রফিকুল ইসলাম। সদরঘাট থানা এলাকা থেকে ডবলমুরিং থানার পুলিশ আটক করতে পারে কি না- জানতে চাইলে ওসি রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদে জানতে পারি, রেখা আলমনিজ বাসায় নাশকতার পরিকল্পনার গোপন মিটিং করছেন। পরে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সেখান থেকে ডবলমুরিং থানা পুলিশ তাকে আটক করে। তার খোঁজখবর নেওয়া হচ্ছে।