গাজীপুরে ‌‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

গাজীপুরে ‌‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

গাজীপুরে শুক্রবার রাতে ছাত্রদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে শনিবার থেকে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’।

এর অংশ হিসেবে গাজীপুর মহানগরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ও শিববাড়ি মোড় এলাকায় দুটি চেকপোস্ট বসানো হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার কিছু সময় পর অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম শুরু হয়।

 ইতিমধ্যে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ও শিববাড়ি এলাকায় চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী। মোটরসাইকেলসহ সড়কে চলাচল করা বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছেন সেনাসদস্যরা। এ ছাড়া সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে।

রাত ৯টার দিকে আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে গেছে র‌্যাব। সেখানে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখন পর্যন্ত জেলায় কোথাও গ্রেপ্তার বা আটকের খবর পাওয়া যায়নি।