সরকারি পুকুরের মাছ লুট, পদ হারালেন বিএনপি নেতা

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের অফিসের অভ্যন্তরে পুকুর থেকে দলবল নিয়ে মাছ লুট করে পদ হারিয়েছেন এক বিএনপি নেতা। শনিবার (২৯ মার্চ) দুপুরে ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি তরুণ হাসান কাজল ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শুভ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার অব্যাহতির বিষয়টি জানানো হয়। ওই নেতার নাম এসএম আপেল মাহমুদ। তিনি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে মাছ লুটের ঘটনায় অভিযুক্ত ওই নেতার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৭নং ওয়ার্ড শাখার কোষাধ্যক্ষ এসএম আপেল মাহমুদকে দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাকে দলীয় সকল কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। ওয়ার্ড বিএনপির সভাপতি তরুণ হাসান কাজল বিষয়টি নিশ্চিত করে বলেন, শৃঙ্খলা ভঙ্গের জন্য তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। জানা গেছে, শনিবার ভোর ৬টার দিকে আপেল মাহমুদ ১০/১২ জনকে সঙ্গে নিয়ে পানি উন্নয়ন বোর্ডের অফিস সংলগ্ন পুকুরে মাছ লুট করতে যান। একেতো রোজা, তারপর আবার ছুটির দিন হওয়ায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা টের পাওয়ার আগেই তারা মাছ লুট করে চলে যান। মাছ লুট করে ফেরার সময় আশেপাশের মানুষের নজরে পড়লে ঘটনাটি জানাজানি হয়। এ ঘটনায় জামালপুর শহরে তোলপাড় তৈরি হলে অভিযুক্ত আপেলকে দ্রুত পদ থেকে অব্যাহতি দেয় ওয়ার্ড বিএনপির সভাপতি ও সম্পাদক।
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নকিব উদ্দিন কালবেলাকে জানান, দশ-বারোজন লোক ভোরে অফিস সংলগ্ন পুকুর থেকে মাছ লুট করে নেওয়ার ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক কালবেলাকে বলেন, এখনো অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।